শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ - ০৯:৩৭
দ্বীনের জন্য জিহাদের ফজিলত

রাসূলুল্লাহ (সা.) মুজাহিদদের মর্যাদা ও জান্নাতের বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
لِلجنّةِ بابٌ يُقالُ له: بابُ «المجاهِدينَ»، يَمْضونَ إلَيهِ فإذا هُو مَفْتوحٌ، وَ هُم مُتَقَلِّدونَ سُيُوفَهُم و الجَمْعُ في المَوْقِفِ و المَلائكةُ تُرحِّبُ بِهِم
জান্নাতের একটি দরজা আছে যাকে বলা হয় ‘মুজাহিদীনদের দরজা’। মুজাহিদরা তাদের তরবারি নিয়ে এ দরজার দিকে অগ্রসর হবে—সেটি তাদের জন্য খোলা থাকবে। (কিয়ামতের মাঠে) সকল সৃষ্টি এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে।

[আল-আমালি লিস-সাদুক: ৬৭৩/৯০৬]

হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা: এই হাদিসে রাসূলুল্লাহ (সা.) মুজাহিদদের মর্যাদা ও জান্নাতের বিশেষ পুরস্কারের কথা বর্ণনা করেছেন। 

- মুজাহিদদের দরজা: আল্লাহ তাআলা জান্নাতে বিশেষ একটি দরজা শুধুমাত্র আল্লাহর পথে জিহাদকারীদের জন্য নির্ধারণ করেছেন, যা তাদের সম্মান ও উচ্চ মাকামের ইঙ্গিত দেয়। 

- ফেরেশতাদের স্বাগত: মুজাহিদরা শুধু মানুষের কাছেই নয়, ফেরেশতাদের কাছেও সম্মানিত—এটি তাদের আধ্যাত্মিক মর্যাদাকে প্রকাশ করে। 

- কিয়ামতের দিন সুরক্ষা: যখন সবাই ভয় ও উদ্বেগে থাকবে, মুজাহিদদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে, যা তাদের ত্যাগের প্রতি আল্লাহর সন্তুষ্টির নিদর্শন। 

শিক্ষা:
দীনের হিফাজত ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অসাধারণ পুরস্কার। এটি মুমিনদেরকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে প্রেরণা যোগায়। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha